মির্জাপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুইটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজার দুটির একটি স’মিলসহ পাঁচটি দোকান ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই বাজারের হাটুভাঙা রোড এলাকায় ও ভাতগ্রাম ইউনিয়নের বরাটি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১২টার দিকে গোড়াই বাজারের ভাই ভাই অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন একই মার্কেটের কনা বস্ত্রালয়, মুক্তি হোমিও, ভাই ভাই টেলিকম দোকানে ছড়িয়ে পড়ে।
ভাই ভাই অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে থাকা ৬টি মোটরসাইকেলসহ প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়। মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি বাজারে খোকন মিয়ার ডিজেল চালিত স’মিলে দুর্বত্তরা আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে স’মিলসহ প্রায় পাঁচ লাখ টাকার কাঠ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈদ্যুতিক সর্টকসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন।
এসএস/এমএস