বজ্রপাতে মায়ের কোলে শিশুর মৃত্যু
আট মাস বয়সের শিশু ডেভিড চাকমা। মায়ের সঙ্গে শুয়ে পরম মমতায় বুকের দুধ পান করছিল। হঠাৎ বিকট শব্দে সব এলোমেলো হলো শিশুটির পরিবারের। বজ্রপাত কেড়ে নিলো মায়ের কোলে থাকা শিশু ডেভিডের প্রাণ। আহত হলেন মা মিতালি ত্রিপুরাও।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাঙ্গামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডেভিড চাকমার স্বজনরা জানান, বিকেল ৪টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মিতালি ত্রিপুরা শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে দুধপান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হলে মিতালি ত্রিপুরা ও শিশু ডেভিড চাকমা বিদ্যুতায়িত হন। পরে ঘরের অন্য সদস্যরা এগিয়ে এসে দেখেন মা ও শিশু দুজনেই নিথর পড়ে আছে। কিছুক্ষণ পর মা মিতালি ত্রিপুরার জ্ঞান ফিরলেও শিশু ডেভিড আর জেগে ওঠেনি।
স্থানীয় যুবক সুগত চাকমা জানান, বিকেলে বজ্রপাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভক্তকার্বারি পাড়া এলাকায় ধনময় চাকমা ও মিতালি ত্রিপুরার শিশু সন্তান ডেভিড চাকমা নিহত হয়। বজ্রপাতে শিশুটির মা মিতালী ত্রিপুরাও আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের ঘরের বিদ্যুতের ফিউজ কাটআউট ভেঙ্গে ছিন্নভিন্ন হয়ে গেছে ও বাসার ইলেকট্রনিক ডিভাইসগুলো নষ্ট হয়ে গেছে।
আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা জাগো নিউজকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মায়ের কোলে বজ্রপাতে শিশুর মৃত্যু হলো। সম্প্রতি বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে। প্রাকৃতিক বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘনঘন বজ্রপাতের ঘটনা ঘটছে। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে বাঁচতে মানুষকে আরও সচেতন হতে হবে।
আরমান খান/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান