ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বিলে গোসলে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:১২ পিএম, ১১ জুন ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীকোলা বিলে এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন ওই উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।

শিশুর চাচা সাদ্দাম হোসেন জানান, বিলে গোসল করতে নেমে সাব্বির পানিতে ডুবে যায়। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর মরদেহটি পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম এ মালেক/আরএইচ/জিকেএস