রাজবাড়ীতে ৯ চেয়ারম্যানের শপথ গ্রহণ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার ৯টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক জিনাত আরা।
রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক (অ.দা.) ড. সৈয়দা নওশীন পুর্ণি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মাজারুল ইসলাম প্রমূখ।
শপথগ্রহণকারী চোরম্যানরা হলেন, উজানচর ইউনিয়নের আবুল হোসেন, ছোটভাকলা ইউনিয়নের আমজাদ হোসেন, ইসলামপুর ইউনিয়নে মো. আবুল হোসেন খান, বহরপুর ইউনিয়নের রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নের আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়নে আ. সালাম মাস্টার, বালিয়াকান্দি ইউনিয়নে নায়েব আলী সেখ, জামালপুর ইউনিয়নে মো. ইউনুছ আলী সরদার ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জঙ্গল ইউনিয়নের নৃপেন্দ্রনাথ বিশ্বাস চেয়ারম্যান।
রুবেলুর রহমান/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ