ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা

ধসে পড়ছে সড়ক, সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৭ জুন ২০২৫

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালী থেকে পারুলিয়া হয়ে শশাডাঙ্গা পর্যন্ত- তিন উপজেলার সংযোগকারী সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ দাবিতে মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টায় কদমখালী-শশাডাঙ্গা সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কদমখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন মণ্ডল বলেন, বাগমারী ব্রিজ থেকে শশাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি এখন মারাত্মকভাবে ভেঙে গেছে। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে এ পথে। অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী কিংবা কৃষি পণ্যবাহী গাড়ি সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

ধসে পড়ছে সড়ক, সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

স্থানীয় সবিতা রাণী বলেন, বর্ষা আসছে, আর এখনই যদি রাস্তাটি সংস্কার না করা হয়, তাহলে পুরো অংশই খালে ধসে যাবে। তখন কয়েকগুণ বেশি খরচে সংস্কার করতে হবে। আমাদের নিত্যকার জীবনযাত্রা, চিকিৎসা ও শিক্ষার জন্য সড়কটা খুবই গুরুত্বপূর্ণ।

শশাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, রাস্তাটি ধসে পড়ার মূল কারণ পাশের খালে তৈরি হওয়া একটি অবৈধ বাধ। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর র‌্যাব ও প্রশাসনের হস্তক্ষেপে সেই বাধ অপসারণ করা হয়। কিন্তু ভাঙা রাস্তা সংস্কার হয়নি। আমরা র‌্যাব ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তবে এখন এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি উদ্যোগ ছাড়া এ সংকট কাটবে না।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জিকেএস