নির্বাচনী সহিংসতায় গফরগাঁওয়ে নিহত ১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নির্বাচনী সংহিসতায় মো. শাহাজাহান (৫২) নামে একজন নিহত হয়েছেন। এসময় তিনজন গুলিবিদ্ধসহ আরো ৩০ জন আহত হয়েছেন। নিহত শাহাজাহান উপজেলার বাগুয়া গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান জানান, পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থী মোশাররফ হোসেন (মোরগ) ও আব্দুল করিমের (তালা-চাবি) সমর্থকদের মাঝে কয়েক দফা সংঘর্ষ হয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুপুর সোয়া ২টার দিকে তারা কেন্দ্র দখলের পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও পুলিশ সদস্যরা ৬০/৭০ গুলিবর্ষণ করে। সংঘর্ষের সময় সদস্যপ্রার্থী মোশাররফের বড় ভাই শাহজাহান (৫২) মারা যায় এবং নাজমুল ইসলাম (৩০), জাবেদ (২৮) ও মোজাহিদ (২৫) নামে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
এদিকে, গফরগাঁওয়ের নিগুয়ারি ইউনিয়নের পাতলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় অর্ধশত রাউণ্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। এ কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অন্যদিকে, হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
পাগলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, সকাল ৮টা থেকে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা ওই কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সকাল ১১টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ থেকে ৪৫ রাউণ্ড ফাঁকা গুলিবর্ষণ করে। সংঘর্ষের সময় এক পুলিশসহ ১০জন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন নির্বাচন বর্জন করেছেন।
অন্যদিকে, ত্রিশালের কানিহারি ইউনিয়নের ছাপনহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা ব্যালট পেপার ভর্তি ছয়টি বাক্স ছিনতাই করে নিয়ে গেছে। বেলা পৌনে ১টার দিকে এ ঘটনার পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ময়মনসিংহের ডিবির অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম জাগো নিউজকে জানান, একদল লোক দুপুরে ওই কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারসহ ছয়টি বাক্স নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তবে এখনো ছিনিয়ে নেয়া বাক্স উদ্ধার করা সম্ভব হয়নি।
এআরএ/এমএস