রাজশাহীর পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজশাহীতে পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার (১৮ জুন) দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন আই বাঁধে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। এসময় আট দোকান উচ্ছেদ করা হয়।

এদিকে উচ্ছেদের পর সংশ্লিষ্ট দোকানিরা জানান, আশপাশে আরও দোকান ও বাড়ি থাকলেও শুধুমাত্র আটটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ বাদ পড়ে পরে তাদেরও উচ্ছেদ করা হবে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব
- ২ লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
- ৩ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী
- ৪ বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা, ইজারা বাতিলের দাবি
- ৫ জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন