ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাউখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৪ জুন ২০১৬

পিরোজপুরের কাউখালীতে জুলহাস সরদার নামের (১) এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গোসনতারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জুলহাস কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মিরাজ সরদারের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা যখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন তখন শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে যায়। পরে পরিবারের লোকজন এক ঘণ্টা খোঁজাখুজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসান মামুন/এসকেডি