ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে মাছ ধরতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৪ জুন ২০১৬

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. হারুনুর রশিদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ জেলা শহরের শান্তিনগর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে ও খাগড়াচড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জনা গেছে, নিহত হারুনুর রশীদ চেঙ্গি নদীতে পাথরে উপর দাঁড়িয়ে জাল মারার সময় পানির স্রোতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর হাতে জাল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে অজ্ঞান অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই মো. হারুনুর রশিদের মৃত্যু হয় বলে জানান খাগড়াছড়ি আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রাজশ্রী চাকমা।

মুজিবুর রহমান ভুইয়া/এসকেডি