ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফকিরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৫ জুন ২০১৬

বাগেরহাটের ফকিরহাটে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে হাফিজুর রহমান (২৫)ও ইমরান খান(১৭) নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে উপজেলার নলধা ইউনিয়নের ভোমরা ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নলধা ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের আতিয়ার সরদারের ছেলে হাফিজুর সরদার ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত ছাত্রলীগ কমী ইমরান খান (১৭) ও তার বাবা খলিল (৫৭) খানকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।

ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এলাকায় আধিপত্য ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মহসিন সরদার গ্রুপ ও পরাজিত আজাহার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যান হাফিজুর রহমান। এসময় গুরুতর আহত ছাত্রলীগ কমী ইমরান খান (১৭) ও তার বাবা খলিল (৫৭) খানকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেলে নেয়া হলে ইমরান মারা যায়।

এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শওকত আলী বাবু/এআরএ/পিআর