ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় গুলি করে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৭ জুন ২০২৫

খুলনার রুপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া সাদ্দাম ও মিরাজ নামে গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে রাত সোয়া ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়।

অন্যদিকে মিরাজ নামে গুলিবিদ্ধ যুবক হাসপাতাল থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ও গুলিবিদ্ধ যুবকরা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী। তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গুলির ঘটনা শীর্ষ মাদক বিক্রেতা সোহাগের বাড়ি ঘটে।

নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে। গুলিবিদ্ধ সাদ্দাম নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। তবে মিরাজের পরিচয় পাওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সাব্বির এবং সাদ্দামসহ আরও অনেক যুবক সোহাগের বাড়ি অবস্থান করছিলেন। রাতে ৫-৭ জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় তাদের ওপর আক্রমণ করে। একটি গুলি সাব্বিরের মাথার পেছন থেকে ভেদ করে সামনের একটি চোখ দিয়ে বের হয়ে যায়। আরেকটি গুলি সাদ্দামের মাথার পেছনে বিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা, ৪ রাউন্ড তাজা গুলি, কিছু ইয়াবা এবং গ্রেনেডের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়। নিহত সাব্বিরের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফুর রহমান/জেডএইচ/জিকেএস