ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল

শুল্ক ফাঁকি, দুই কোটি টাকার পণ্য চালান আটক

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০২:৩৯ এএম, ২৮ জুন ২০২৫

বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা দুই কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ওষুধসহ বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ তথ্য জানা গেছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ২৬ নম্বর শেড থেকে পণ্য চালানটি আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ৬০ কেজি ওষুধ, দুই বস্তা ৯৬ হাজার পিস জিলেট ব্লেড, শাড়ি-কাপড় ৬০ পিস, ২২০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও এক কেজি ওজনের সাদা রঙের গুঁড়া পাউডার। তবে পাউডারের প্রকৃতি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি কাস্টমস। পরীক্ষাগারে টেস্ট করানোর পর জানা যাবে এটা কিসের পাউডার।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মির্জা রাফেজা জানান, ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ পণ্য চালানটি আটক করা হয়েছে। অফিস খুললে কমিশনারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেইউডি

মো. জামাল হোসেন/এসআর