ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:৩১ পিএম, ৩০ জুন ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের কায়েস্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার কামাল খামার ফা‌জিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন।

জানা গেছে, রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম-উলিপুর সড়কে পান্ডুল কায়েস্ত পাড়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওবায়দুল ইসলাম সড়ক থেকে ছিটকে পড়েন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোকনুজ্জামান মানু/এমআরএম