ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৬ জুন ২০১৬

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের চৌদ্দশত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি ট্রাক আব্দুস সাত্তারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নূর মোহাম্মদ/এসএস/পিআর

আরও পড়ুন