বাউফলে মিনি ট্রাক খাদে : হেলপার নিহত
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফলে টমটমকে সাইড দিতে গিয়ে মিনি ট্রাক খাদে পড়ে হেলপার আফজাল হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালাইয়া সড়কের অলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল বাউফলের ইদ্রিস আলীর ছেলে৷
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ তিনি জানান, মিনি ট্রাকটি বাউফল থেকে পটুয়াখালী সদর যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে টমটমকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে হেলপার নিহত হয়।
এসএস/আরআইপি