ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা : একজনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৬ জুন ২০১৬

নির্বাচনে পরাজিত হয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে সংখ্যালঘু পরিবারকে জিম্মি করে নির্যাতন ও রনি মোদক নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরজু মিয়ার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত রনি মোদক ওই গ্রামের নারায়ণ চন্দ্র মোদকের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এবং শেরপুর জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক ও শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৪ জুন) ইউপি নির্বাচনে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরজু মিয়া (আনারস প্রতীক) পরাজিত হওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী সমর্থিত পরিবার ও ঝগড়ার চর বাজারের ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছিলেন। তার সমর্থকরা বলে বেড়াচ্ছেন যারা নৌকার নির্বাচন করেছে তাদের একজনকেও রেহাই দেয়া হবে না।প্রয়োজনে ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেয়া হবে।

এদিকে, পরের দিন রোববার সন্ধ্যা ৬টার দিকে রনি চন্দ্র মোদক নামে এক যুবককে আরজু মিয়ার সহযোগীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রনিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরজু মিয়ার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি জনগণের ভোটের উপর বিশ্বাসী ছিলাম। নির্বাচনের ফলাফল আমি মেনে নিয়েছি। রনি বা তার পরিবারের সঙ্গে আমার কোনো ধরনের দ্বন্দ্ব নেই। সে আহত হয়েছে শুনেছি। হয়ত আমাকে ফাঁসানোর জন্য কোন তৃতীয় পক্ষ এ কাজ করেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু কোনো মামলা হয়নি। মামলা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ বলেনন, ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 হাকিম বাবুল/এসএস/এবিএস

আরও পড়ুন