ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার

ফেসবুকে ‘মানহানিকর’ সংবাদ প্রকাশ, জেলা বিএনপির সভাপতির মামলা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২০ পিএম, ০২ জুলাই ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে মামলাটি আমলে নিয়ে আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নিদের্শ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী ছমি উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিতে করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা বিএনপি নেতা সুলতান আহামদ ও ইমান হোসাইন, ডিজিটাল অগ্রযাত্রার প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।

অভিযুক্তদের মধ্যে সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

আইনজীবী ছমি উদ্দিন জানান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ এবং উখিয়া-টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। চাঁদা না পেয়ে শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে ‘ডিজিটাল অগ্রাযাত্রা’ নামের একটি পত্রিকার ফেসবুক পেজে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শতকোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম