দিনাজপুরে বিআরটিসি বাস উল্টে হেলপার নিহত
দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসির বাস উল্টে হেলপার নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ চাকাই হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম সুকুমার মহন্ত (৪৭)। তিনি রংপুরের সাতগড়ার জানকি মহন্তের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসি বাস দিনাজপুরের বীরগঞ্জে অপর একটি যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে করে হেলপারসহ বাসের যাত্রীরা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাসের হেলপার সুকুমার মহন্তকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান