ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁচা মরিচের কেজি ২৮০

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১০ জুলাই ২০২৫

ফরিদপুরে হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি বিক্রি হচ্ছে ২৪০ টাকা। আর খুচরা বাজারে প্রকারভেদে তা ২৮০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে জেলা শহর, কানাইপুর বাজার, বোয়ালমারী বাজার, সালথা বাজার, আলফাডাঙ্গা বাজার ও মধুখালী বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। টানা তিন-চার দিন একটানা বৃষ্টি হচ্ছে। এ কারণে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম।

জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচের দাম প্রায় তিন থেকে চার গুণ হারে বেড়েছে। জেলা-উপজেলার বিভিন্ন বাজারে প্রকারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল থেকে খুচরা বাজারে আরও দাম বাড়বে বলে জানিয়েছেন পাইকারী ব্যবসায়ীরা।

সালথা উপজেলা সদরের বাসিন্দা বিধান মন্ডল জাগো নিউজকে বলেন, যে মরিচ এক সপ্তাহ আগে ৩০-৩৫ টাকা কেজি দরে ক্রয় করেছি, সেই মরিচ আজ ২৬০ টাকা থেকে ২৮০ টাকা কেজি দরে কিনেতে হয়েছে।

কানাইপুর বাজারের বাসিন্দা আরিফুজ্জামান চাঁন জাগো নিউজকে বলেন, কাঁচা মরিচের কেজি পাইকারি ২৩০ এবং খুচরায় ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে মরিচ তেমন নেই, দাম আরও বাড়তে পারে।

jagonews24

বোয়ালমারীর ছোলনার বাসিন্দা মোহাম্মদ শামীম প্রধান জাগো নিউজকে বলেন, হঠাৎ করে মরিচের বাজার চড়া। আজ ২২০ টাকা খুচরো কেজি দরে আধা কেজি মরিচ কিনেছি ১১০ টাকা দিয়ে। বাজারের যে অবস্থা মনে হচ্ছে কাল পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি হবে।

শহরের চক বাজারের ব্যবসায়ী আজগর আলী বলেন, টানা বৃষ্টির কারণে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে ২৪০ টাকা দরে কিনেছিলাম। সেগুলো এখন ২৮০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

মধুখালী উপজেলার মরিচ চাষি উত্তম কুমার জাগো নিউজকে বলেন, এবার কৃষকের মরিচ তেমন ভালো হয়নি। গাছে ফলনও কম হয়েছে। গত এক সপ্তাহ আগে ১২০০ থেকে ১৪০০ টাকা মণ বিক্রি করেছি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছের ক্ষতি হয়েছে। এ কারণে মরিচের আমদানি কম।

মধুখালী বাজারের পাইকারি আড়ৎদার মো. আলম শেখ জাগো নিউজকে বলেন, সপ্তাহখানেক আগেও পাইকারি সাধারণ ও ভালো মানের কাঁচা মরিচের দাম ছিল কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা। বৃষ্টির কারণে বাজারে মরিচের আমদানি কম। আজ পাইকারি বাজারে কৃষকের কাছ থেকে ২২০-২৩০ টাকা দরে কিনেছি। মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান জাগো নিউজকে বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ দাম বেড়েছে। বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হবে।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম