জুলাই গণহত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই দ্রোহ’ নামে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর সালাহউদ্দিন মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে এসে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি মো. হাছান আহমেদ। এসময় বক্তব্য রাখেন মহানগর শিবিরের সাবেক সভাপতি এবং কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জান সোহেল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিবিরের সভাপতি মনির হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অর্থ সম্পাদক কাজী আকিব আবদুল্লাহ,অফিস সম্পাদক মায়েন উদ্দিন, সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন জারিফ, শিক্ষা সম্পাদক আল আমিন সরকারসহ কুমিল্লা মহানগর শিবিরের কর্মীরা।
সমাবেশে বক্তারা এক বছরেও জুলাই গণহত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি