টেকনাফে মধ্যরাতে বসতঘরে গুলিবর্ষণ, গ্রামজুড়ে আতঙ্ক
কক্সবাজারের টেকনাফে মধ্যরাতে বসতঘরে শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার (১৩ জুলাই) মধ্যরাতে টেকনাফ হ্নীলা রঙ্গিখালী উলু চামারিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, রোববার মধ্যরাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী উলু চামারিতে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গুলি করেছে তা বিস্তারিত জানা যায়নি। গোলাগুলির খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদেরকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙ্গিখালীর আবুল আলম বাহিনী ও তার ছেলে মো. আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক অস্ত্রধারী জালাল বাহিনীর মধ্যে মাদক সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনার জেরে গতরাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্ব গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাহাঙ্গীর আলম/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি