বেকারিপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও রঙ ব্যবহার, জরিমানা ৬০ হাজার
কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, নিষিদ্ধ ক্যামিকেল ও রঙ মেশানোর অভিযোগে রসনা বিলাস বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় তাদের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় রসনা বিলাস বেকারির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মিষ্টি ও পারুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অননুমোদিত রঙ, মেয়াদ উত্তীর্ণ বিস্কিট পুনরায় প্যাকেটজাত এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরিসহ নানা অনিয়মে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে প্রতিষ্ঠান মালিককে সতর্ক করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর