ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদী

বালু মহালে অভিযান, মাথার খুলি-পিস্তলসহ আটক ২

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৭ জুলাই ২০২৫

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনটি পিস্তল, গুলি, মাথার খুলি ও নগদ ১২ লাখ টাকাসহ দুজনকে আট করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীর দিয়াড় বাহাদুরপুর মোল্লা ট্রেডার্সের বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ দিনব্যাপী অভিযান চালায়। এসময় নদীর দিয়াড় বাহাদুর মোল্লা ট্রেডার্সের বালু মহালে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ৪৮টি গুলি, মাথার খুলি ও নগদ ১২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় বালু মহাল থেকে মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি নামে দুজনকে আটক করা হয়।

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জাগো নিউজকে জানান, আটকরা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শেখ মহসীন/আরএইচ/জেআইএম