মামুনুল হক
দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়
গাইবান্ধায় এক সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের সুস্পষ্ট ঘোষণা—আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছিলাম, দিল্লির দাসত্ব করার জন্য নয়। ২০২৪-এর আগস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়।
শনিবার (১৯ জুলাই) বিকেলে শাপলা চত্বর, পিলখানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশে তিনি এ কথা বলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ আ. মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ‘আপনি অল্প সময়ের মেহমান। এদেশে একটি শান্তিপ্রিয়, অবাধ, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করার দায়িত্ব আপনার। আপনি সেই নির্বাচন করার প্রস্তুতি নিন। এদেশের মানুষ যাতে সত্যিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করুন। রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী প্রতিটি মানুষ যেন সারা পৃথিবী থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তারা যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন, তদ্রুপভাবে জনপ্রতিধিত্বমূলক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও যেন একই ভূমিকা পালন করতে পারেন, সেই পথ উন্মুক্ত করুন।’
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এসব কাজ বাদ দিয়ে আপনারা স্বল্পকালীন সরকার স্থায়ীভাবে বাংলাদেশকে মানবাধিকার কমিশন নামক রাষ্ট্রীয় বেহায়াপনা এজেন্ডা বাস্তবায়ন করার যদি পাঁয়তারা করেন, আপনাদের পরিণতি ভালো হবে না।’
আনোয়ার হোসেন শামীম/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান