ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের ৮ চাকা লাইনচ্যুত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৯ জুলাই ২০২৫

কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সদর রসুলপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টা ২৯ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় এক লাইন থেকে আরেক লাইনে যাচ্ছিল। এসময় পয়েন্টের মুখে ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

jagonews24

আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনাটি লুক লাইনে হওয়ায় অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান সহকারী স্টেশন মাস্টার।

এদিকে একই সময়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা লালমাই শ্রীনিবাসন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, ইঞ্জিন মেরামত শেষে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোধূলি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম