ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২০ জুলাই ২০২৫

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার নতুন মাদারীপুর এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিন হাওলাদার (২০) ও একই এলাকার মামুন হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২১)।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, সড়কে তল্লাশি চলাকালীন সময়ে মোটরসাইকেলে আসছিলেন দুই যুবক। তাদের গাড়ি থামাতে সংকেত দিলেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস