ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২১ জুলাই ২০২৫

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরু উদ্দিন মোল্লা (৫৬) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

অর্থদণ্ডের পাঁচ লাখ টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করেন নুরু উদ্দিন। এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর বাবা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) আইন কর্মকর্তা সালমা বেগম বলেন, ‘এ রায়ের মধ্যদিয়ে প্রমাণিত হলো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাবে না।’

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করেছিলাম। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি।’

এন কে বি নয়ন/আরএইচ/এমএস