ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী-মাকে মারধর করায় গণপিটুনি, যুবক নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২২ জুলাই ২০২৫

সাতক্ষীরার তালায় মা ও স্ত্রীকে মারপিটের কারণে এলাকাবাসীর গণপিটুনিতে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।

হাবিবুর মোড়লের মা পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর নেশা করতেন। তিনি (হাবিবুর) প্রায় তাকে ও তার স্ত্রীকে মারধর করতেন।

হাবিবুরের স্ত্রী শান্তা বলেন, নেশার টাকার জন্য সে আমাদের মারধর করতো, আজ রাতেও সে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার এক পর্যায়ে সে মাকে ও আমাকে বেদম মারপিট করতে থাকে। এসময় এলাকাবাসী আমাদের উদ্ধার করতে এসে তাকে মারধর করে। এতে তার মৃত্যু হয়।

তালা থানার ওসি মঈন উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ তালা হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম