ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সমাবেশে যাওয়ার পথে মৃত্যু

কবর জিয়ারতে কর্মীর জন্য অঝোরে কাঁদলেন জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২২ জুলাই ২০২৫

পাবনার ঈশ্বরদীতে জামায়াত ইসলামীর কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন দলের আমির ডা. শফিকুর রহমান।

মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী স্টেডিয়ামে অবতরণ করেন তিনি।

দুপুর আড়াইটার দিকে কবর জিয়ারতের জন্য উপজেলার বড়ইচরা কবরস্থান যান। যেখানে কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙে পড়েন ডা. শফিকুর রহমান। এসময় তার দু’চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরতে থাকে। পরে তিনি সেখান থেকে মোস্তাফিজুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারেরর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

কবর জিয়ারতে কর্মীর জন্য অঝোরে কাঁদলেন জামায়াত আমির

বিকেল ৩টার দিকে আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে যোগ দেন জামায়াত আমির। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিজেই দোয়া পরিচালনা করেন।

দলীয় সূত্র জানায়, ঈশ্বরদীর বড়ইচরা গ্রামের বাসিন্দা জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান। শনিবার (১৯ জুলাই) জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান তিনি।

শেখ মহসীন/এসআর/এএসএম