কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
দিনাজপুরের বিরামপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল্লাহ (৩৫) নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) কলেজ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুল্লাহ উপজেলার হাবিবপুর এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান নুর ওরফে বাবু।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন ওই তরুণী। বিরামপুর ব্রিজের কাছে অটো থেকে নেমে আদর্শ স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় তাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন আব্দুল্লাহ।
অভিযুক্ত আব্দুল্লাহর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান নুর ওরফে বাবু বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করবো। অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চেয়ে আব্দুল্লাহর ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মো. মাহাবুর রহমান/এসআর/এমএস