টাঙ্গাইলে ত্রিভুজ প্রেমের বলি প্রবাসী, প্রেমিক-প্রেমিকা গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসী ফিরোজ আল মামুন ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
এ ঘটনায় প্রেমিকা ফিরোজা খাতুন ও তার অপর প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে ফিরোজা বেগম টেলিফোনে প্রেমিক ফিরোজ আল মামুনকে বাড়িতে ডেকে নেয়। কিছুক্ষণ পর সেখানে অপর প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়া প্রবেশ করে। এ নিয়ে ফিরোজা খাতুন ও দুই প্রেমিকের মধ্যে বিতণ্ডা হয়। এক পর্যায়ে জামাল উদ্দিন ওরফে সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে ফিরোজ আল মামুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ফিরোজের মরদেহ গুম করার জন্য ফিরোজা খাতুন ও প্রেমিক জামাল উদ্দিন বাড়ির পাশে পাশের ক্ষেতে রেখে চলে আসেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা ফিরোজ আল মামুনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ফিরোজ আল মামুন খুনের ঘটনায় তার ভগ্নিপতি ফরহাদ মোল্লা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর মির্জাপুর থানা পুলিশ হত্যার সঙ্গে জড়িত প্রেমিকা ফিরোজা খাতুন ও অপর প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়াকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার এসআই জুয়েল রানা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। ত্রিভুজ প্রেমের কারণে ফিরোজ আল মামুন খুন হয়েছে।’
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ত্রিভুজ প্রেমঘটিত কারণে ফিরোজ আল মামুন খুন হয়েছে। গ্রেফতারদের বুধবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জিকেএস