ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক কারবারিদের প্রশ্রয়দাতাদের নির্বাচনে প্রত্যাখ্যানের হুমকি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৪ জুলাই ২০২৫

ফেনীতে মাদক কারবারিদের প্রশ্রয়দাতাদের নির্বাচনে প্রত্যাখ্যানের হুমকি দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ জুলাই) সদর উপজেলার বিরলী-রতনপুর সড়কে এ হুমকি দেন তারা।

এসময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের আমরা মনে প্রাণে ঘৃণা করি। মাদকের ভয়াল থাবা যুব সমাজকে ধ্বংস করছে। তাই মাদক কারবারি ও সেবনকারী দেশ ও জাতির শত্রু। যেসব রাজনৈতিক নেতা এদের প্রশ্রয় দিবেন নির্বাচনে তাদের আমরা প্রত্যাখ্যান করব।

পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আশরাফ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, হাসানপুর শাহ আলম চৌধুরী কলেজের প্রভাষক ও সদর উপজেলা সুজনের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন সোহেল, জেলা যুবদলের সদস্য শামীম আনসারী, মওদুদ আহমেদ রনি ও শিক্ষক গোলাম সারোয়ার সেলিম প্রমুখ।

রাজাপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নুর আলম সুফল, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি দিদার হোসেন, ইউনিয়ন যুবনেতা আজিম উদ্দিন সোহাগ প্রমুখ।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম