মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন ৭ কারবারি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর সম্মেলিত চাপে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন সাত কারবারি।
শনিবার (২৬ জুলাই) বিকালে তারাব পৌরসভার মৈকুলি বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে তারা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে এ অঙ্গীকার করেন।
তারা হলেন- হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, একই এলাকার বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভূঁইয়ার ছেলে শ্যামল, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া। তারা সকলেই উপজেলা তারাব পৌরসভার মৈকুলি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে এ চক্রটি দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারিভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনায় এলাকা অশান্ত ও নিরাপত্তাহীন হয়ে উঠেছিল। এলাকায় শান্তি ফেরাতে সম্প্রতি মৈকুলী এলাকায় স্থানীয়রা মাদকবিরোধী সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় মৈকুলী এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।
এরপ্রেক্ষিতে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। এতে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর সম্মিলিত চাপে সাত মাদক ব্যবসায়ীরা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন।
মৈকুলি এলাকার জাহাঙ্গীর আলম হানিফ জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছিল। তাই আমরা সকলে মিলে এলাকাকে মাদক মুক্ত করার বিষয়ে কাজ শুরু করি। এরই ফলশ্রুতিতে আমরা দুই মাদক কারবারীকে ইয়াবাসহ ধরে পুলিশের দিই।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরনের উদ্যোগ অবশ্যই ভালো। তবে এ সময় যাতে পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। মাদক রোধে সকলকেই এগিয়ে আসতে হবে।
নাজমুল হুদা/এএইচ/এমএস