ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আরেক বিএনপিকর্মী হত্যা মামলায় গ্রেফতার সাবেক এসপি তানভীর

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৮ জুলাই ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপিকর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলার আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৪১ মিনিটে হাতকড়া পরা ছাড়াই কারাগার থেকে কুষ্টিয়া আদালতে আনা হয় তানভীর আরাফাতকে।
এরপর তাকে দৌলতপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজের আদালতে হাজিরা করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। ১টা ৫১ মিনিটে আদালত থেকে কারাগারে পাঠানো হয় তাকে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর বিএনপিকর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি পুলিশ সাবেক এই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কুষ্টিয়া কারাগারে আছেন।

সাবেক উপ-পুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়। কুষ্টিয়ায় চাকরিকালে বক্তব্যসহ কার্যক্রমে নানাভাবে বিতর্কিত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, দৌলতপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতারের আবেদন করা হয়েছিল। আদালত এটি মঞ্জুর করেন।

২০২০ সালের ২১ ডিসেম্বর কুষ্টিয়ায় ‘কুমারখালী নাগরিক পরিষদ’র ব্যানারে আয়োজিত এক সভায় অতিথি ছিলেন কুষ্টিয়ার তৎকালীন এসপি এস এম তানভীর আরাফাত। বক্তব্যে তিনি সরকার বিরোধীদের ‘তিনটি অপশন’ দেন।

তানভীর আরাফাত বলেন, ‘যদি সংবিধান না মানেন তাহলে আপনাদের জন্য তিনটি অপশন-

এক. উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেবো, জেল খাটতে হবে।

দুই. একেবারে চুপ করে থাকবেন। দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না।

তিন. আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান।’

সেসময় তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েন তানভীর আরাফাত।

আল-মামুন সাগর/এসআর/এএসএম