ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা নিরসনে জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফতুল্লা উত্তর থানা জামায়াতের উদ্যোগে ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে এ কার্যক্রম চলে।

এসময় দলটির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশ কার্যক্রমে অংশ নেন। অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির আবদুল জব্বার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা নিরসনে জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে

এসময় তিনি বলেন, জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করবো।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম