তিন বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
মাদক ব্যবসার অপরাধে বগা মিয়া ও হারুন অর রশিদ নামের দুই ব্যবসায়ীর নামে ১৭ বছর আগে দুটি পৃথক মামলা হয়। ওই মামলায় বগা মিয়াকে ৩ বছরের এবং হারুন অর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
সেই সাজা এড়াতে ১৭ বছর ধরে পলাতক ছিলেন তারা। তারপরও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে আটক হয়ে কারাগারে গেছেন তারা।
ঘটনাটি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বগা মিয়া উপজেলার কাটলা ইউনিয়নের জাবেদ আলীর ছেলে এবং হারুন অর রশিদ একই এলাকার অকিল উদ্দিন সরকারের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালে নিজের শরীরে অভিনব কায়দায় মাদক নিয়ে ঢাকা যাওয়ার পথে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় পুলিশের হাতে আটক হন হারুন অর রশিদ। একই সময় দিনাজপুরে পুলিশের হাতে মাদকসহ আটক হন বগা মিয়া। সেই মামলায় তাদের মধ্যে বগা মিয়ার ৩ বছর এবং হারুন অর রশিদকে ৫ বছরের সাজা প্রদান করা হয়।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, মাদকের মামলার সাজা এড়াতে ১৭ বছর ধরে দুই আসামি পলাতক ছিলেন। গতরাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাদের আটক করা হয়। আজ সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
মো. মাহাবুর রহমান/এফএ/এমএস