মুরাদনগরে সতর্ক অবস্থানে পুলিশ
কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর উপজেলা সদরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদরের আল্লাহু চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় গত ২৪ ঘণ্টা পার হলেও কোনো পক্ষই মামলা করেনি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অতিরিক্ত সতর্কতার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্বরে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করে তার অনুসারীরা। সমাবেশ চলাকালে স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ করেন আসিফের অনুসারীরা।
একপর্যায়ে আসিফ অনুসারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।
এদিকে সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কার্যক্রম স্থগিত) মুরাদনগর উপজেলার আহ্বায়ক ও আসিফ মাহমুদের সমর্থক অ্যাডভোকেট মো. উবায়দুল হক সিদ্দিকী বলেন, বুধবার বিকেলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় কায়কোবাদের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এ ঘটনায় আমাদের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুনেছি সাত সাংবাদিকও আহত হয়েছেন। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, বুধবার বিকেলে উপজেলা সদরে ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। আসিফের অনুসারীরা পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে আহত করে। গত কয়েকমাস ধরে লক্ষ্য করছি আমরা যদি একটি ওয়াজ মাফিলেরও আয়োজন করি, তারা পাল্টা আরও একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আসিফ মাহমুদকে অনুরোধ জানাচ্ছি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, আল্লাহু চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম