বিশৃঙ্খলার পরিকল্পনা, ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সালথা উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহিন আলমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দিনগত গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন আলম ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্যার ছেলে।
শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সাধারণ সম্পাদক শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা করার পাঁয়তারা করে আসছিল। খবর পেয়ে শাহিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। পাশাপাশি কোতয়ালী থানা ভাঙচুর মামলায়ও শাহিনকে গ্রেফতার দেখানো হবে।
এন কে বি নয়ন/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব
- ২ লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
- ৩ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী
- ৪ বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা, ইজারা বাতিলের দাবি
- ৫ জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন