বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়েরও
প্রতীকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিসের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২ নম্বর ওয়ার্ড চাঁদগ্রামের হাবিল সরদারের ছেলে বিপ্লব সরদার (৩৫) ও তার স্ত্রী জোসনা খাতুন (৫৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে চাঁদগ্রাম মাঠে যায়। মাঠে চাষাবাস সেরে পাওয়ার টিলার নিয়ে বিকেলে বাড়িতে আসছিল। বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মের তার ছিঁড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়। বিপ্লব চিৎকার করতে থাকলে ফার্মের ভেতর থেকে তার মা জোসনা খাতুন ছুটে আসেন। তিনি ছেলেকে বাঁচাতে গেলে দুজনেরই মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার বলেন, নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত বিদ্যুতের তার ছিঁড়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে।
আল-মামুন সাগর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান