মাদারীপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ নিহত ২
মাদারীপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজৈরের বেপারীপাড়া এলাকার মজিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২) ও নয়াকান্দি গ্রামের অজেদ মাতুব্বরের ছেলে সোহরাব মাতুব্বর (২৮)।
পুলিশ জানায়, টেকেরহাট থেকে মস্তফাপুরগামী পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সোহরাব মাতুব্বর নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি বা দিকের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাকের মধ্যে থাকা মাছ ব্যবসায়ী রাসেল বেপারী মারা যায়।
এ সময় আহত হয় ট্রাকের চালক ও হেলপার। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভূইয়া সড়ক দুর্ঘনায় দুইজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসিরুল হক/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান