নাটোরে রেললাইনে শিকল বেঁধে নাশকতার চেষ্টা
নাটোরের নলডাঙ্গায় মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। স্টেশনের দক্ষিণ পাশে লাইনে শিকল ও তালা লাগানো অবস্থায় দেখা গেছে।
রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে শিকল ভেঙে ফেলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অন্য লাইনে ট্রেন থাকায় কোনো ক্ষতি হয়নি। কে বা কারা পরিকল্পিতভাবে রেললাইনে শিকল-তালা লাগিয়ে এই কাজটি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
রেজাউল করিম রেজা/এমএন/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপি নেতাকে গুলি: চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি
- ২ ঘন কুয়াশা-হিম বাতাসে স্থবির কুড়িগ্রামের জনজীবন
- ৩ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
- ৪ এনসিপি নেতাকে আ’লীগের কর্মী হিসেবে গ্রেফতার, ওসিকে আদালতে তলব
- ৫ হেডফোন কানে দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের