সুনামগঞ্জে ১৬ ঘণ্টা পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যানচলাচল শুরু
সুনামগঞ্জের কর্মবিরতি শুরুর ১৬ ঘণ্টা পর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পরিবহন মালিক শ্রমিকরা।
রোববার (০৪ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে কর্মবিরতির প্রত্যাহার ঘোষণা করেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।
জানা যায়, রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের কাছে দুঃখ প্রকাশ করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল লতিফ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধাবী ও ভদ্র। তবে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনও আর এমনটা করবে না বলে আশ্বস্ত করছি।

এদিকে এমন ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না এমন আশ্বাসে দীর্ঘ ১৬ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জের আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিকরা।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দুঃখ প্রকাশ করেছেন ও তিনি কথা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর কোনোও শিক্ষার্থী চালক কিংবা হেলপারদের সঙ্গে খারাপ আচরণ করবে না সেজন্য আজকে এই মুহূর্তে আমরা সবাই সিদ্ধান্তে নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে সারাদেশের সঙ্গে যানচলাচল শুরু করছি।
রোববার (৩ আগস্ট) সকালে জেলার শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নিলেও রাতে হেল্পারকে মারধর করা সেই শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূরপাল্লার সব বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকরা।
লিপসন আহমেদ/এমএন/এএসএম