সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:১১ এএম, ০৪ আগস্ট ২০২৫

সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে মালিক শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ফলে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (৪ আগস্ট) ভোর থেকে সুনামগঞ্জ হতে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

জানা যায়, পরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তাহিরপুর, বিশ্বম্ভরপুর সহ কয়েকটি উপজেলার মানুষ।

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

যাত্রীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলার যানচলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মোশারফ মিয়া নামে এক যাত্রী বলেন, যান চলাচল বন্ধ রেখে বিচারের দাবি বিষয়টি কষ্টদায়ক। কয়েকজন মানুষের তুচ্ছ ঘটনার জন্য পুরো জেলাকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভোগান্তিতে সাধারণ যাত্রী আশরাফ মিয়া বলেন, বৃষ্টির মাঝে ছেলেমেয়েকে নিয়ে সিলেট যাওয়ার জন্য টিকিট কাউন্টারে এসে দেখি বাস চলাচল বন্ধ। এখন ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির মধ্যে বসে আছি। এই সমস্যার দ্রুত যেন সমাধান হয়।

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

জেলা শ্রমিক নেতা ইজাজুল হক বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত দূরপাল্লার কোনো বাস চলাচল করবে না।

জানা যায়, রোববার (৩ আগস্ট) সকালে জেলার শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নিলেও রাতে হেল্পারকে মারধর করা সেই শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূরপাল্লার সব বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকরা।

লিপসন আহমেদ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।