নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫০
নড়াইলে দুই জামায়াত কর্মীসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্তু জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে সদর থানা পুলিশ সদর উপজেলার দুই জামায়াত কর্মীসহ ১৮ জনকে আটক করেছে। এ সময় ধুন্দা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া লোহাগড়া থানা পুলিশ ১৩ জন, কালিয়া থানা পুলিশ ৮ জন এবং নড়াগাতি থানা পুলিশ ১১ জনকে আটক করেছে।
নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
হাফিজুল নিলু/এসএস/পিআর