ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৪ আগস্ট ২০২৫

কুমিল্লা-১০ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৪ আগস্ট) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সমর্থকরা।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কুমিল্লা-১০ সংসদীয় আসন ভেঙে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাবনা প্রকাশের পর মশাল মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। মানববন্ধন থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

কুমিল্লায় নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কুমিল্লা-১০ সংসদীয় আসনের সদর দক্ষিণ উপজেলাকে (কুমিল্লা-১১) চৌদ্দগ্রাম উপজেলার সঙ্গে যুক্ত করায় প্রতিবাদ জানানো হয়। কুমিল্লা মহানগর দক্ষিণের নয় ওয়ার্ড এবং সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের জোর দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের দাবি, বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ এলাকা নিয়ে সাবেক কুমিল্লা-৯ আসনটি ফিরিয়ে দেওয়া হোক। যদি আসন ফিরিয়ে দেওয়া না হয় তাহলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আখতার হোসাইন, সদস্যসচিব ওমর ফারুক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, মহানগর দক্ষিণ থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহ্বায়ক সোহেল মজুমদার, লালমাই উপজেলা বিএনপি আহ্বায়ক মাসুদ করিম, সদস্যসচিব ইউসুফ আলী মীর পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস