সড়ক ডুবে যাওয়ায় সাজেকে যান চলাচল বন্ধ
খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকা ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প উপায়ে সাজেকে আটকে পড়া পর্যটকেরা পারাপার করছেন।

বিষয়টি নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।
তিনি জানান, বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাসালং বাজার এলাকা, সড়ক এবং মাচালং ছড়ার ওপর সেতু পানিতে ডুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও সেতুতে প্রায় চার থেকে পাঁচ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সব গাড়ি চলাচল বন্ধ।

ইউএনও আরও জানান, আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার হচ্ছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।
আরমান খান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব
- ২ লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
- ৩ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী
- ৪ বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা, ইজারা বাতিলের দাবি
- ৫ জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন