খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত এক
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শেখ শাহাদাত হোসেন (৫৫) নামের একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শাহাদাত নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। দুর্বৃত্তরা গুলি করার পর আহত অবস্থায় শাহাদাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানেই তার মৃত্যু হয়।
- আরও পড়ুন
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
৭১ ও ২৪-কে মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান বৈষম্যবিরোধী আন্দোলনের
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাতে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক শাহাদাতকে ধাওয়া করে। এরপর তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন।
দুর্বৃত্তরা শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে পর পর কয়েকটি গুলি ছোড়ে। দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।
আরিফুর রহমান/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান