মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:১২ এএম, ০৬ আগস্ট ২০২৫
ডাকাতির পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ

মেহেরপুরের গাংনী থানার অদূরে ধানখোলা রোডে ডাকাতির ঘটনা ঘটেছে। ৭-৮ জনের ডাকাতদল পর পর তিনটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতির পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ভুক্তভোগী মহিষাখোলা গ্রামের জামাত আলীর ছেলে ইয়াসির আরাফাত জানান, ডাকাতরা তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই গ্রামের আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামালের কাছ থেকে ৫ হাজার টাকা, রেজিয়া খাতুনের কাছ থেকে ৭০০ টাকা, মিন্টুর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা, ধানখোলা গ্রামের মহব্বত আলীর কাছ থেকে ২ হাজার ২০০ টাকা, মিন্টুর কাছ থেকে ৯ হাজার ৭০০ টাকা এবং আড়পাড়া গ্রামের কুরসিয়া খাতুনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা লুট করা হয়। এছাড়াও অনেক পথচারীর কাছ থেকেও নগদ অর্থ হাতিয়ে নেয় ডাকাতরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

আসিফ ইকবাল/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।