ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশ পুনর্গঠনের প্রথম কাজ ভোটাধিকার ফিরিয়ে আনা: ডা. জাহিদ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৬ আগস্ট ২০২৫

দেশ পুনর্গঠনে ভোটাধিকার ফিরিয়ে আনা প্রথম কাজ হবে বলে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশ পুনর্গঠনে প্রথম কাজ হবে ভোটাধিকার ফিরিয়ে আনা এবং যারা নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আজ আমাদের জাতীয় দায়িত্ব অনেক বেড়ে গেছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং যারা হাজারো নেতাকর্মীকে গুম-খুন করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। শত শত পরিবার আজো তাদের প্রিয়জনের অপেক্ষায় দিন কাটাচ্ছে। এই অন্যায়ের বিচার করতে হবে। দেশের জনগণ যেন আবার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করাই হবে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।

ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমান এরই মধ্যে জানিয়েছেন, নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করবে।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস