টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে (শনিবার) দ্বিতীয় দিনে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্চয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও নাশকতা করতে পারে এমন সন্দেহভাজনসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পুলিশের বিশেষ অভিযানে প্রথমদিন শুক্রবার ৬৮ জনকে গ্রেফতার করা হয়।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস